Monday, February 20, 2012
কার মন কে কেড়েছে?
Do you like this story?
কার মন কে কেড়েছে?
ছবির নাম সে আমার মন কেড়েছে। শিল্পী শাকিব খান ও তিন্নি। এবার বাণিজ্যিক ছবিতে অভিষেক হলো তিন্নির। শুক্রবার ছবির মহরত হলো এফডিসিতে। এরপর শনিবার সাভারের গলফ ক্লাবে ছবির গানের শুটিংয়ে অংশ নেন তাঁরা দুজন। ছবিটি পরিচালনা করছেন সোহানুর রহমান।
শাকিব বললেন, ‘তিন্নি আমার ভালো বন্ধু। পরিচালক যখন আমাকে ছবির গল্প শোনালেন, তখন আমি সহশিল্পী হিসেবে এমন কাউকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, যে চরিত্রের সঙ্গে একেবারে মিলে যায়। হঠাৎ তিন্নির কথা মনে হলো। পরিচালকও আমার সঙ্গে একমত হলেন। আশা করছি, তিন্নি ভালো করবে।’
তিন্নি জানান, ছবির গল্পটি তাঁর পছন্দ হয়েছে। তাই কাজটাও ভালো লাগছে।
সে আমার মন কেড়েছের আগে তিন্নি আরও একটি ছবি হাতে নিয়েছেন। ছবির নাম টু বি কনটিনিউড...।
শাকিব বললেন, ‘তিন্নি আমার ভালো বন্ধু। পরিচালক যখন আমাকে ছবির গল্প শোনালেন, তখন আমি সহশিল্পী হিসেবে এমন কাউকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, যে চরিত্রের সঙ্গে একেবারে মিলে যায়। হঠাৎ তিন্নির কথা মনে হলো। পরিচালকও আমার সঙ্গে একমত হলেন। আশা করছি, তিন্নি ভালো করবে।’
তিন্নি জানান, ছবির গল্পটি তাঁর পছন্দ হয়েছে। তাই কাজটাও ভালো লাগছে।
সে আমার মন কেড়েছের আগে তিন্নি আরও একটি ছবি হাতে নিয়েছেন। ছবির নাম টু বি কনটিনিউড...।

This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “কার মন কে কেড়েছে?”
Post a Comment